মৌলভীবাজারে জনশুমারী ও গৃহ গণনা সচেতনতায় বিএনসিসির র‌্যালী

মৌলভীবাজারে জনশুমারী ও গৃহ গণনা সচেতনতায় বিএনসিসির র‌্যালী

বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজারে ১৫ জুন থেকে ২১ জুন জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যরা। ১২ জুন রবিবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে জনসচেতনতামূলক র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিটির নেতৃত্ব দেন মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পিইউও অধ্যাপক রফি উদ্দিন নিজাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যাডেট ও বিএনসিসির সামরিক প্রশিক্ষকরা। জনশুমারি ও গৃহগণনায় জনসচেতনতার উদ্দেশ্যে র‌্যালিটি মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পসে গিয়ে শেষ হয়। এসময় জনশুমারি ও গৃহগণনার গুরুত্ব ও করণীয় বিষয়ে উপস্থিত শিক্ষার্থী ও জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *