মরণোত্তর জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন বাংলাদেশের দুই সেনা

মরণোত্তর জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন বাংলাদেশের দুই সেনা

সুরমার ঢেউ সংবাদ :: প্রতি বছরের ন্যায় এবারও শান্তিরক্ষায় জীবন উৎসর্গের জন্য ‘দাগ হ্যামা’রশোল্ড’ পদক প্রদান করা হয়েছে। বাংলাদেশের দুইজন সেনা কর্মকর্তাও এবার এ পদক পেয়েছেন। পদকপ্রাপ্ত দুই বাংলাদেশি সেনার মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মাহমুদুল হাসান। যিনি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষায় ভূমিকা পালন করেছেন। আরেকজন হলেন, ল্যান্স কর্পোরাল মো. রবিউল মোল্লা। যিনি দক্ষিণ সুদানে শান্তি রক্ষায় সর্বোচ্চ ত্যাগের উদাহরণ দিয়েছেন।
২৭ মে শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কর্তৃক ‘দাগ হ্যামারশোল্ড’ পদক প্রদান করা হয়। এ বছর ৪২টি দেশের ১১৭ জন নারী ও পুরুষ এ পদক পেয়েছেন। যার মধ্যে ৫৫ জন সামরিক, ২ জন পুলিশ ও ৬০ জন বেসামরিক শান্তিরক্ষী রয়েছে। বাংলাদেশি পদকপ্রাপ্তদের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতেমা। তিনি বলেন- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এ স্বীকৃতি আমাদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং সর্বোপরি আত্মত্যাগের মানসিকতার প্রতিফলন। এ অর্জনের জন্য আমরা সকলে অত্যন্ত গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *