সুরমার ঢেউ সংবাদ :: সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ প্রদান, বোরো ধানের দাম মণ প্রতি ১২’শ টাকা নির্ধারণ ও প্রতি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র খুলে কমপক্ষে ৫০ লাখ টন ধান খোদ কৃষকদের কাছ ক্রয় করার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২৫ মে বুধবার বিকাল ৫টায়।
নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার সংগঠক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, হুসেন আহমদ, ইউসুফ আলী, মনজুর আহমদ, সুরুজ আলী, নুরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ও বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে সিলেট অঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও সারাদেশে ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের জন্য আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।