ইসরায়েল গুলি করে হত্যা করল আলজাজিরার সাংবাদিককে

ইসরায়েল গুলি করে হত্যা করল আলজাজিরার সাংবাদিককে

সুরমার ঢেউ সংবাদ :: ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিককে। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ১১ মে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জেনিন শহরের কাছে ইসরায়েলি নিরাপত্তা অভিযানের মধ্যে দায়িত ¡পালনের সময় ইহুদি এ দেশটির সেনাদের গুলিতে তিনি নিহত হন। আলজাজিরার নিদা ইব্রাহিম বলেছেন, কোন পরিস্থিতিতে শিরীন আবু আকলেহের মৃত্যু হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। কিন্তু, এ ঘটনায় সামনে আসা একটি ভিডিওতে দেখা গেছে আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে।
ফিলিস্তিনি শহর রামাল্লা থেকে ইব্রাহিম বলেন, আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো- ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরীন আবু আকলেহের মৃত্যুর ঘোষণা দিয়েছে। ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরে ইসরায়েলি অভিযানের মধ্যে দায়িত্ব পালনের সময় বুধবার তিনি মাথায় গুলিবিদ্ধ হন। নিদা ইব্রাহিম আরও বলেন, এ ঘটনাটি শিরীন আবু আকলেহের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য একটি ধাক্কা। কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, আবু আকলেহ খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে তিনি আলজাজিরার সাংবাদিক হিসেবে কাজ করছিলেন।
এদিকে আলজাজিরার শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যার সময় আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। দায়িত্ব পালনের সময় পেছন থেকে ইহুদি এ দেশটির সেনারা তাকে গুলি করে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আলজাজিরা বলছে, আহত ওই সাংবাদিকের নাম আলি সামৌদি। তিনি জেরুজালেম ভিত্তিক সংবাদপত্র কুদসে কাজ করেন। অবশ্য তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক এ সংবাদমাধ্যমটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *