শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হযেছে ৮ মে রোববার দুপুর ১২টায়। শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ ও বন বিভাগের লোকজন উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের রুপন মিয়ার বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করেন। এদিনই সন্ধ্যায় সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়। শঙ্খিনী সাপ একটি বিলুপ্ত প্রজাতির বিষাক্ত সাপ। শান্ত স্বভাবের সুন্দর এ সাপটি আগে সচরাচর দেখা গেলেও এখন আর সহজে এটির দেখা মেলেনা।