সুরমার ঢেউ সংবাদ :: তাহিরপুরে অনলাইন লটারির মাধ্যমে চলতি মৌসুমে খাদ্য গোদামে বোরো ধান সংগ্রহের জন্য মোট ৬৯৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন। ৭ মে শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির তার নিজ কার্যালয়ে অনলাইনে লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের কাজ সম্পন্ন করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের মোট ১৩১০ জন কৃষক অনলাইনে আবেদন করেছেন। অনলাইনে আবেদনকৃত কৃষকের তালিকা থেকে লটারির মাধ্যমে ৭টি ইউনিয়নের মোট ৬৯৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন। উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন- কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ৯৭ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। ৯ মে সোমবার থেকে বোরধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হবে। লটারিতে নির্বাচিত প্রতি একজন কৃষক ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন। অনলাইনে লটারির কার্যক্রম পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, সাংবাদিক রাজন চন্দ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।