ইশরাত জাহান চৌধুরী :: মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে ঈদ-উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
করোনা মহামারীর কারণে গত দু’বছর ঈদের জামাত বন্ধ থাকার পর এবারে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এজন্য এতদঞ্চলের সর্ববৃহৎ ও দৃষ্টিনন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহকে প্রস্তুত করা হয়েছে। সেইসাথে, সম্প্রসারিত ঈদগাহে প্রথম ঈদের জামাত আদায় উপলক্ষ্যে শাহ্মোস্তফা সড়কের ঈদগাহ অংশে আলোকসজ্জার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও পৌর ঈদগাহে ঈদ-উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
(১) টাউন দেওয়ানী মসজিদের খতিব ও ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিনের ইমামতিত্বে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। প্রথম জামাতে সানী ইমামের দায়িত্বে থাকবেন হযরত সৈয়দ শাহ্্ মোস্তফা দরগাহ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ মির্জা শামিম আহমদ বেগ।
(২) পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমানের ইমামতিত্বে দি¦তীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। দি¦তীয় জামাতে সানী ইমামের দায়িত্বে থাকবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব আছাদ উদ্দিন আহমদ চৌধুরী।
(৩) সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি শামছুদ্দোহার ইমামতিত্বে তৃতীয় ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তৃতীয় জামাতে সানী ইমামের দায়িত্বে থাকবেন দর্জির মহল জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ হাম্মাদ বিল্লাহ।
এছাড়াও, প্রতিকূল আবহাওয়া থাকলে পৌর এলাকার মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এজন্য প্রস্তুত রয়েছে পৌর এলাকার প্রায় অর্ধশতাধিক মসজিদ।