সুরমার ঢেউ সংবাদ :: সিলেট সিটি মেয়র আরিফ ঈদকে সামনে রেখে আর্তমানবতার সেবায় বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। ২৫ এপ্রিল সোমবার সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় আফজল-ফয়ছল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট আয়োজিত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি আফজল-ফয়ছল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্টের এ মহতি উদ্যোগের প্রশংসা করেন। ট্রাষ্টের সভাপতি জুনেদ আহমেদদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলণের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রায় ৫৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুল খালিক মিনাল, আব্দুর রাজ্জাক খান রাজা, ফজলুর রহমান, ছাব্বির আহমেদ, ডাঃ মোঃ ফরহাদ, মহবুল হোসেন খান, মাসুম আহমেদ, আজাদুর রহমান আজাদ, দেব জ্যোতি মজুমদার রতন, ফারুক আহমদ দারা, আবু মুত্তাকিম মিতুল, বশির খান লাল, গোলাম মুস্তাফা, সুজন আহমদ, নুরুল ইসলাম নুর, ফয়জুল হক, শাহেদ আহমদ, গোলাম কিবরিয়া, এহিয়া আহমেদ সুমন, ট্রাষ্টের সহ-সভাপতি রেজাউল কবির ও রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান সজিব, কোষাধ্যক্ষ সুমেল আহমদ, সাংগঠনিক সম্পাদক নাসের রহমান রাশেদ, সদস্য রাসেল আহমদ, জাবেদ আহমদ, সফায়াত খান ও মেহেদি হাসান। উপস্থিত ছিলেন রিয়াজ খান, রাসেল আহমদ, কামরান খান প্রমুখ।