মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভারতের উপহার কার্ডিয়াক এ্যাম্বুলেন্স উদ্বোধন

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভারতের উপহার কার্ডিয়াক এ্যাম্বুলেন্স উদ্বোধন

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উপহার হিসাবে ভারত প্রদত্ত অত্যাধুনিক সুবিধা সম্বলিত কার্ডিয়াক এ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ আজ ২৪ এপ্রিল রোববার সকাল সাড়ে ১১টায় কার্ডিয়াক এ্যাম্বুলেন্সটির শুভ উদ্বোধন করেন। এসময় হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ ফয়সল জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকো, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডাঃ সাব্বির হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। কার্ডিয়াক এ্যাম্বুলেন্সগুলো ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসাবে প্রদান করা হয়।
উল্লেখ্য- ২০২১ সালে ভারত সরকার উপহার হিসাবে বাংলাদেশকে ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স প্রদান করে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে কার্ডিয়াক এ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন। ওই ১০৯টি থেকে ১টি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সরকার কর্তৃক মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *