সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সরকারী কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত ১৯ এপ্রিল মঙ্গলবারের এক আদেশে দেশের ২৯টি কলেজের সাথে মৌলভীবাজার সরকারী কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করা হয়। অধ্যাপক দেবাশীষ দেবনাথ বর্তমানে মৌলভীবাজার সরকারী কলেজের দর্শন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনরত। তিনি ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার হিসেবে ১৯৯৩ সালে যোগদান করেন। তার চাকরি জীবন শুরু সিলেট মহিলা কলেজের প্রভাষক হিসেবে।
অধ্যাপক দেবাশীষ দেবনাথ শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন, কুমিল্লা সরকারী কলেজ থেকে এইচএসসি, সিলেট এমসি কলেজ থেকে দর্শন বিদ্যায় স্নাতক ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে চুয়াডাঙ্গা সরকারী কলেজে ও মৌলভীবাজার সরকারী শিক্ষকতা করেন। ব্যক্তি জীবনে ২ সন্তানের জনক অধ্যাপক দেবাশীষ দেবনাথ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের সন্তান। তিনি ‘মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সহযোগীতা প্রত্যাশা করছেন।