বড়লেখায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ

বড়লেখায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের বিরুদ্ধে । ১৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ইউপি চেয়ারম্যান বলেন- দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনসহ আমরা কয়েকজন ইউপি চেয়ারম্যান সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের কার্যালয়ে যাই। এসময় আজির উদ্দিন হাটবাজার থেকে রাজস্ব খাতের আয়ের টাকা না পাওয়ার কারণ জানতে চাওয়ায় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ক্ষেপে যান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ একপর্যায়ে ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনকে মারার জন্য তেড়ে আসেন। এসময় তিনি নিজের পায়ের জুতা খুলে আজির উদ্দিনকে মারেন এবং তাকে ধাক্কা দেন। পরে উপস্থিত লোকজন চেয়ারম্যান সোয়েব আহমদকে নিবৃত্ত করেন।
এব্যাপারে জানতে ভুক্তভোগী দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- একটি প্রজেক্টের বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান সরাসরি তার সঙ্গে দেখা করে কথা বলতে বলেন। এর প্রেক্ষিতে আমরা কয়েকজন ইউপি চেয়ারম্যান তার কার্যালয়ে যাই। প্রজেক্টের বিষয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটি হয়। একথা বলার পর আজির উদ্দিন “উপজেলা চেয়ারম্যান সোয়েবের বিরুদ্ধে নিউজ করার সাহস আপনাদের কারও নাই” উল্লেখ করে, ফোনে এর বেশি কিছু বলতে পারবেন না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনকে লাঞ্চিত করার বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *