সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযান পরিচালিত হয়েছে ১৯ এপ্রিল মঙ্গলবার। অভিযানকালে হাতেনাতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় এনফোর্সমেন্ট টিম সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে বলে জানিয়েছে দুদক।
জানা গেছে- মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদেরকে সেবা প্রদানে হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ’র সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনাকারী টিম সরেজমিনে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীর মোবাইল ফোনের কল লিস্ট, হোয়াটসঅ্যাপের কল লিস্ট ও মেসেজের অডিও রেকর্ড পর্যালােচনা করা হয়। মেসেজ ও রেকর্ড পর্যালােচনায় ১ জন হিসাবরক্ষক ও ৪ জন আনসার সদস্যের মোবাইল ফোনে বহিরাগতদের সাথে যোগাযোগ এবং আর্থিক লেনদেনের মেসেজ ও কল রেকর্ড পাওয়া যায়।
অভিযানকালে পাসপোর্ট অফিসের প্রবেশমুখে আনসার সদস্য হানিফের নিকট ১ জন সেবা গ্রহীতার রেকর্ডপত্র পাওয়া যায়। দুদক জানিয়েছে- দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে ১৯ এপ্রিল মঙ্গলবার ১০টি অভিযোগের বিষয়ে (৩টি অভিযান, ০৭টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।