মৌলভীবাজারে বোরো ধানের বাম্পার ফলন : হাওরে আনুষ্ঠানিক ভাবে ধান কর্তন শুরু

মৌলভীবাজারে বোরো ধানের বাম্পার ফলন : হাওরে আনুষ্ঠানিক ভাবে ধান কর্তন শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বরুনা এলাকায় বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়েছে ১২ এপ্রিল মঙ্গলবার দূপুরে। জমিতে ব্রি ধান-৫৮ কর্তন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ সামসুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি ও স্থানীয় কৃষক জমির মালিক মোঃ ইউসুফ মিয়া উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮শ হেক্টর জমি। ধানের দাম ভাল পাওয়ায় এ বছর বোরো আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭শ ৫০ হেক্টর জমি। জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে। ঝড়, শিলাবৃষ্টি ও পাহাড়ী ঢল আসার আগেই ধান কর্তনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *