নকসা মোতাবেক জরিপেই মৌলভীবাজারে একটি সীমানা বিরোধ নিষ্পত্তি সম্ভব

নকসা মোতাবেক জরিপেই মৌলভীবাজারে একটি সীমানা বিরোধ নিষ্পত্তি সম্ভব

সুরমার ঢেউ সংবাদ :: বিবাদীদের দাবী- পুলিশ হতদরিদ্র ভূমিহীন লতিবুননেছার বসতগৃহ পাকাকরণ শ্রমিকদেরকে গালিগালাজ ও পাকাকরণ কাজ ভাংচুর করেছে। বাদী জয়নাল আবেদীন জায়গীরদার এতে পুলিশকে সহায়তা করেছে। একই দাবী করেছেন বিধবা লতিবুননেছাও।
অপরদিকে বাদীর দাবী- লতিবুননেছা হতদরিদ্র ভূমিহীন নয়। বিরোধপূর্ণ ভূমি লতিবুননেছার স্বামী মৃতঃ আব্দুল বারী জায়গীরদারের ত্যাজ্যবিত্ত। মুসলীম উত্তরাধিকার আইনানুযায়ী তাদের ত্যাজ্যবিত্তে অন্য কেহ যাতে অংশীদার হতে না পারে, সেজন্য পুত্রসন্তানহীন এ দম্পতি তাদের সমূহ ভূমি একমাত্র কন্যাসন্তান সেলিনা বেগম জায়গীরদারের নামে লিখে দেয়। পরবর্তীতে স্বামী আব্দুল বারী জায়গীরদারের মৃত্যু হয় এবং লতিবুননেছার বসবাস অব্যাহত রয়েছে। আমার সাথে সেলিনা বেগম জায়গীরদারের ভূমির সীমানা বিরোধে সুমন জায়গীরদার, রাজন জায়গীরদার, সোহান জায়গীরদার, বাবর জায়গীরদার, মোতাহির জায়গীরদার ও স্বামী জিলা মিয়া উক্ত সেলিনা বেগম জায়গীরদারের পক্ষ নিয়েছে।
একপর্যায়ে স্থানীয় ৬ ব্যক্তি উভয়পক্ষকে নিয়ে সালিশে বসেন। উভয়পক্ষের বক্তব্য ও আলোচনা পর্যালোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণে মতানৈক্য দেখা দিলে স্থানীয় ৬ ব্যক্তির মধ্যে ৩ ব্যক্তি সালিশস্থল ত্যাগ করেন। পরে অবশিষ্ট ৩ ব্যক্তি তাদের ইচ্ছেমতো উক্ত ভূমি জরিপ করিয়ে খুটি স্থাপনপূর্বক সীমানা নির্ধারণ করে। এরপর উক্ত ভূমিস্থিত সেলিনা বেগম জায়গীরদারের মা লতিবুননেছার কাঁচা বসতগৃহ ভেঙ্গে পাকাকরণ কার্যক্রম শুরু করা হলে, জয়নাল আবেদীন জায়গীরদার অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪৭/২০২২ইং (সদর) মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিরোধপূর্ণ ভূমিতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করা হয়। তা সত্তেও বিবাদীরা পাকাগৃহ নির্মানকাজ অব্যাহত রাখায় খবর পেয়ে পুলিশ এসে নির্মানকাজ বন্ধ করে। এতে ক্ষুব্ধ হয়ে বিবাদীরা পুলিশের বিরুদ্ধে ভাংচুরের এবং আমার বিরুদ্ধে পুলিশকে সহায়তার অভিযোগ তুলেছে। অথচ বিরোধটি তেমন জটিল নয়। সরকারী সার্ভেয়ার দিয়ে ভূমির নকসা মোতাবেক সীমানা নির্ধারণ করলেই বিরোধ মিমাংসা হয়ে যায়।
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়স্থিত মজলিসপুর গ্রামে চলমান সীমানা বিরোধস্থলে সরেজমিন অনুসন্ধান ও পরিদর্শনে জানা যায়- বাদী জয়নাল আবেদীন জায়গীরদার এবং মূল বিবাদী ও অন্যান্য বিবাদীগণ একই গোষ্ঠিভূক্ত এবং একই বাড়ীর বাসিন্দা। সরকারী সার্ভেয়ার দিয়ে ভূমির নকসা মোতাবেক সীমানা নির্ধারণ করে দিলেই তাদের মধ্যকার ভূমির বিরোধ মিমাংসা হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *