অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না হাকালুকির নাগুয়া বিলে সেচ মেশিনে মাছ নিধন

অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না হাকালুকির নাগুয়া বিলে সেচ মেশিনে মাছ নিধন

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরের নাগুয়া বিলে সেচ মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ নিধন করছে ইজারাদার। গতকাল (২৭ মার্চ)শনিবার সরেজমিন পরিদর্শণে গেলে দেখা যায়, ইজারাকৃত নাগুয়া বিলের ইজারার শর্তভঙ্গ করে অবৈধভাবে সেচ মেশিনে বিলের পানি শুকিয়ে মাছ আহরণের করছে।

হাকালুকির ইজারাকৃত তুরল, নাগুয়া বিলের ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সেচ মেশিনে বিল শুকিয়ে মাছ আহরণ করতে থাকে। প্রায় ১৫ দিন যাবৎ সেচ মেশিনে অভয়াশ্রমসহ বিলের পানি শুকিয়ে প্রভাবশালীরা লাখ লাখ টাকার মাছ লুট করেছে।

জুড়ী উপজেলা পরিষদের সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করেন স্থানীয় জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় সিদ্ধান্ত হয়। অভিযোগ উঠেছে, মৎস্য কর্মকর্তার গোপন আঁতাতেই ইজারাদার সমিতি অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরছে। যার কারণে তিনি কার্যকর কোন ব্যবস্থা নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। নাগুয়া বিলের ইজারাদারের বিরুদ্ধে অবৈধ ভাবে সেচ মেশিন দিয়ে বিলের পানি শুকিয়ে মাছ ধরা বন্ধসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য হাকালুকি মৎস্য জীবি সমিতির সভাপতি বেলাগাঁও গ্রামের বাসিন্দা মিরজান আলী বাদী হয়ে গত ১৪ মার্চ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সচিব বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর এখনো পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। নাগুয়া বিলের ইজারাদার ফয়েজ আলী বলেন, তিনি সেচ মেশিন দিয়ে কখনই বিল শুকাননি।

এ ব্যাপারে জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ জানান, সেচ মেশিন দিয়ে পানি শুকিয়ে যারা বিলের মাছ ধরছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *