মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের স্থানীয় শহীদ দিবস উদযাপন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের স্থানীয় শহীদ দিবস উদযাপন

ইশরাত জাহান চৌধুরী ::: নানা আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব স্থানীয় শহীদ দিবস উদযাপন করেছে ২০ ডিসেম্বর সোমবার। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের ৫ম দিন ২০ ডিসেম্বও মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ মাইন দূর্ঘটনায় ২৪ জন (মতান্তরে ৩০ জনেরও বেশী) মুক্তিযোদ্ধা শহীদ হন। মর্মস্তদ এ ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য এ দিবসটিকে স্থানীয় শহীদ দিবস ঘোষণা করা হয়। সেইথেকে প্রতিবছরের ২০ ডিসেম্বর দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসাবে পালণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। অন্যান্যেও ন্যায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠস্থিত শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে। সভাপতি ছালেহ আহমেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রহমান চৌধুরী মসু, সাংবাদিক ও কবি জাবেদ ভুঁইয়া, সহ-দপ্তর সম্পাদক রুহুল আলম রনি প্রমূখ। জানা যায়- ’৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ মাইন দূর্ঘটনায় শহীদ স্মৃতিস্তম্ভে যে ২৪ জনের নামফলক রয়েছে তারা হলেন-সুলেমান মিয়া, রহিম বক্স খোকা, ইয়ানূর আলী, আছকর আলী, জহির মিয়া, ইব্রাহীম মিয়া, আব্দুল আজিজ, প্রদীপ চন্দ্র দাস, শিশির রঞ্জন দেব, সত্যেন্দ্র দাস, অরুণ দত্ত, দিলীপ দেব, সনাতন সিংহ, নন্দ লাল বাউরী, সমীর চন্দ্র সেন, কাজল পাল, হিমাংশু পাল, জিতেশ চন্দ্র দেব, আবদুল আলী, নূরুল ইসলাম, মোস্তফা কামাল, আশুতোষ দেব, তরণী দেব ও নরেশ চন্দ্র ধর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *