জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার প্রচারনা।
৬ নভেম্বর শনিবার রাত ৮টায় কামিনীগঞ্জবাজারের বিজিবি ক্যাম্প চত্তর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার সমর্থনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জামাত সমর্থিত প্রার্থী সৌদি প্রবাসী হাবিবুর রহমান হাবিব আঞ্চলিকতার কথা তোলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনি বৈতরনী পার হতে চায়। হাবিবের লোকজন বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শণ করছে। তারা হুশিয়ারি উচ্চরণ করে বলেন, জামাত সমর্থিত প্রার্থীর এ নীল নকশা কখনোই সফল হতে দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জায়েদ আনোয়ার চৌধুরীকে সকল বেদাবেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সভায় বক্তরা ঘোড়া মার্কার অপর প্রার্থী মাছুম রেজার সমালোচনা করে বলেন, নির্বাচনে পরাজিত হলে তাকে খোঁজে পাওয়া যাবেনা। তিনি, লন্ডন চলে যাবেন। তাই তাকে ভোট না দেয়ার জন্য ভোটাদের আহব্বান করেন।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ রুবেল’র পরিচালনায় ও জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা’র সভাপতিত্বে নির্বাচনি পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌকা মার্কার প্রার্থী জায়েদ আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমদ, সহ-সভাপতি জাকির আহমদ কালা, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা খলিলুর রহমান, যুবলীগ নেতা মতিউর রহমান রাজিব হায়দার প্রমুখ।