ইশরাত জাহান চৌঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগর চা বাগানে ছেলের লাঠির আঘাতে চা শ্রমিক শ্যামলাল রবিদাসের(৪৫) মৃত্যু হয়েছে।। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
মঙ্গলবার রাতে কমলগঞ্জের আলীগর চা বাগানের ফাঁড়ি চা বাগান কামারছড়া বাগানে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলাল কামারছড়া বাগানের শ্রমিক। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নন্দলাল পলাতক রয়েছে। কামারছড়া বাগানের চা শ্রমিকরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মদ্যপ অবস্থায় শ্যামলাল তার স্ত্রী শনিছড়ির সাথে সাপ্তাহিক মজুরীর টাকা নিয়ে ঝগড়া করেন। এক পর্যায়ে ছেলে নন্দলাল মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে তর্কে জড়িয়ে পড়লে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে নন্দলাল হাতে থাকা লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টায় কমলগঞ্জ থানা পুলিশ নিহতের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে।