স্টাফ রিপোর্টার॥ করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদগাহ বা খোলা মাঠে ঈদের জামাত হবে না। তাই এবার মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজন করা হচ্ছে না। নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জামে মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মেয়র ফজলুর রহমান বলেন, করোনাভাইরাসের মহামারীর কারণে এবার বাড়ির কাছে মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে। সেভাবে মৌলভীবাজার শহরের বিভিন্ন মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে আমি শহরের ১৫ থেকে ২০ মসজিদ পরিদর্শন করেছি। ধর্মপ্রাণ মুসল্লিরা যেন নির্বিঘ্নে ঈদের জামাত পড়তে পারেন সেজন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। স্থান সংকুলানের কথা বিবেচনা করে কিছু মসজিদের ছাদেও নামাজের ব্যবস্থা করা হয়েছে।
মুসল্লিদের মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ পড়ার অনুরোধ জানান মেয়র
মৌলভীবাজার শহরের কোন মসজিদে কখন ঈদের জামাত:
সৈয়দ শাহ মোস্তফা (র.) মসজিদ (দরগা) : সকাল ৭টা ও সকাল ৮ টা
জেলা জামে মসজিদ (কোর্ট মসজিদ), সকাল ৭টা ও সকাল ৮টা ৩০ মিনিট
দেওয়ানি মসজিদ, চৌমোহনা : সকাল ৭টা ও সকাল ৮টা ৩০ মিনিট
পশ্চিমবাজার জামে মসজিদ : সকাল ৭টা ও সকাল ৮টা ৩০ মিনিট
বায়তুল আমান জামে মসজিদ: সকাল ৭টা ও সকাল ৮ টা
সুলতানপুর জামে মসজিদ : সকাল ৮টা
কাজিরগাঁও জামে মসজিদ : সকাল ৭টা ৩০ মিনিট
মারকাজ জামে মসজিদ : সকাল ৭টা
টিবি হাসাতাল রোড জামে মসজিদ : সকাল ৭টা ৪৫ মিনিট
দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদ : সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ৮টা ৩০ মিনিট
ধরকাপন জামে মসজিদ : সকাল ৭টা ও সকাল ৮টা ৩০ মিনিট
সদর হাসপাতাল জামে মসজিদ : ৬টা ৪৫ মিনিট
আজ্দাবাদ জামে মসজিদ : সকাল ৭টা ৩০ মিনিট
দর্জির মহল জামে মসজিদ : সকাল ৬ টা ৩০ মিনিট ও সকাল ৭টা ৩০ মিনিট
চুবড়া বনবীথি জামে মসজিদ : সকাল ৬ টা ৩০ মিনিট ও সকাল ৭টা ৩০ মিনিট
ইয়াকুব উল্যা জামে মসজিদ (বাসস্ট্যন্ড) : সকাল ৭টা ও সকাল ৮টা ৩০ মিনিট
পূর্ব বড়হাট জামে মসজিদ : সকাল ৭টা ও সকাল ৮টা
বড়হাট আবু শাহ (র.) জামে মসজিদ : সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ৮টা ৩০ মিনিট
বড়বাড়ি জামে মসজিদ : সকাল ৭টা ও সকাল ৮টা
মৌলভীবাজার সরকারি কলেজ জামে মসজিদ : সকাল ৭টা ৪৫ মিনিট
বনশ্রী জামে মসজিদ : সকাল ৬টা ৩০ মিনিট, সকাল টা ও ৯টা
টি এন্ড টি জামে মসজিদ : সকাল ৭টা মিনিট ও সকাল ৮টা মিনিট
বায়তুল আনোয়ার জামে মসজিদ, রিয়াসত উল্যা রোড : সকাল ৭টা ও সকাল ৮টা
মুসলিম কোয়ার্টার জামে মসজিদ : সকাল ৭টা ও সকাল ৮টা
শান্তিবাগ জামে মসজিদ : সকাল ৭টা ও সকাল ৮টা
বায়তুল হাবিব জামে মসজিদ, ফরেস্ট অফিস রোড : সকাল ৮টা
কুদরত উল্যা জামে মসজিদ : সময় জানা যায়নি
নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদ : সময় জানা যায়নি
রহমানবাগ জামে মসজিদ : সময় জানা যায়নি
তথ্য জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র।