দেশে পৌছেছে যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসকের পাঠানো উপহার ২৫০টি আইসিইউ মোবাইল ভেন্টিলেটর

দেশে পৌছেছে যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসকের পাঠানো উপহার ২৫০টি আইসিইউ মোবাইল ভেন্টিলেটর

সুরমার ঢেউ সংবাদ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসক ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠিয়েছেন। ভেন্টিলেটরগুলো গত ২৪ জুলাই শনিবার রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবন রক্ষায় পোর্টেবল ভেন্টিলেটর খুবই কার্যকর এক যন্ত্র। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসের কাজটা পোর্টেবল ভেন্টিলেটর করে দেয়। এর মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে লড়তে এবং পুরোপুরিভাবে সেরে উঠতে রোগী হাতে কিছুটা সময় পান। নানা ধরনের ভেন্টিলেশন যন্ত্র দিয়ে এই কাজটা করা হয়।
যখন রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসে সমস্যা শুরু হয় এবং দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন যান্ত্রিক ভেন্টিলেটর ব্যবহার করো হয়। এটি চাপ দিয়ে ফুসফুসে বাতাস ঢোকায় এবং দেহে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। ভেন্টিলেটরে একটি হিউমিডিফায়ারও থাকে। এর কাজ হলো রোগী দেহের তাপমাত্রার সাথে মিল রেখে বাতাস এবং জলীয় বাষ্প সরবরাহ করা। তথ্যসূত্র ঃ যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *