হুমায়ুন রহমান বাপ্পী :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শিশুপার্কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দূষণীয় বর্জ্য। পুরো মাঠ ভর্তি ময়লা-আবর্জনায়র স্তুপ। অনেক সময় দুর্গন্ধের কারণে এ রোড দিয়ে চলাচলকারী মানুষ নাকমুখ কাপড় বা হাত দিয়ে চেপে ধরে চলাচল করেন।
সরেজমিনে দেখা যায়, শিশু পার্কের মধ্যে থাকা শহীদ মিনারটিও এখন অবহেলা আর অযত্নে পড়ে আছে। আশপাশের দোকানিরা ময়লা আবর্জনা স্তুপ করে রাখছেন। পাশ দিয়ে বয়ে চলেছে জুড়ী নদী। ধীরে ধীরে ময়লা-আবর্জনা গুলো নদীতে পড়ছে। এতে করে নদী তার নাব্যতা হারাচ্ছে। ময়লা আবর্জনা গিয়ে পড়ছে এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে। এতে করে হাকালুকির জীববৈচিত্র নষ্ট হচ্ছে।