মৌলভীবাজারে জবরদখল থেকে বিউবো’র ভূমি উদ্ধার

মৌলভীবাজারে জবরদখল থেকে বিউবো’র ভূমি উদ্ধার

বিশেষ প্রভিনিধি :: মৌলভীবাজার শহরের বনশ্রী আবাসিক এলাকাস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর প্রায় কোটি টাকা মূল্যের ভূমি শহরের চৌমোহনাস্থিত আহমদিয়া ফার্মেসীর মালিক সেলিম আহমদের জবরদখল থেকে উদ্ধার করা হয়েছে ৩১ মে সোমবার। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় সহকারী কমিশনার রুহুল আমিন মৌলভীবাজার মডেল থানার একদল পুলিশসহ মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় কোটি টাকার এ সরকারী সম্পত্তি জবরদখল থেকে উদ্ধার করেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন বর্ষীজুড়া মৌজার ১০৫ নং জেএলভূক্ত ১৪৩০ ও ১৪৩১নং দাগের ভূমি আহমদিয়া ফার্মেসীর মালিক সেলিম আহমদ কিছুদিন আগে জবরদখলপূর্বক মাটি ভরাট ও পাকা স্থাপনা নির্মান শুরু করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন বাঁধা দিলেও সে তা অগ্রাহ্য করে। এ ব্যাপারে বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তার উদ্ধর্তন কর্তৃপক্ষ, পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ করেন। বিদুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহার বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় সেলিম আহমদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী (নং-৭৭২) করেন এবং তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। অবশেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় সহকারী কমিশনার রুহুল আমিন মৌলভীবাজার মডেল থানার একদল পুলিশসহ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩১ মে প্রায় কোটি টাকার এ সরকারী সম্পত্তি সেলিম আহমদের জবরদখল থেকে উদ্ধার করেন। উক্ত ভূমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ১৯৬৩ সালে অধিগ্রহণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *