শ্রীমঙ্গলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে নতুন বস্ত্র দিয়ে বীরঙ্গনা বীরমাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শ্রীমঙ্গলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে নতুন বস্ত্র দিয়ে বীরঙ্গনা বীরমাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সুরমার ঢেউ সংবাদ :: শ্রীমঙ্গলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে নতুন বস্ত্র দিয়ে বীরঙ্গনা বীরমাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ১২ দিনব্যাপী ব্যাতিক্রমী উৎসবের আয়োজন করে আলোচনায় আসা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ২৬ মার্চ শুক্রবার সকালে ৫০তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের নানা কর্মসূচীর সাথে নিজের টাকায় কেনা নতুন শাড়ী হাতে তুলে দিয়ে বীরাঙ্গনা বীরমাতা শিলা গুহ ও মায়া খাতুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সহকারী কমিশিনার (ভুমি) নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ। এছাড়াও ৫০তম বর্ষের ৫০টি ফানুস উড্ডয়ন ও ৫০টি বিশেষ আতশবাজী ফুটানো কর্মসূচীর আয়োজন করা হয়। এর আগে বিগত ১০ দিনব্যাপী শ্রীমঙ্গলের সকল আদিবাসীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, মানবজোড় দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রতীকী উপস্থাপন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটকসহ নানা অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *