মৌলভীবাজারে মোঃ ফজলুর রহমান দ্বিতীয়য়বারের মতো মেয়র নির্বাচিত

মৌলভীবাজারে মোঃ ফজলুর রহমান দ্বিতীয়য়বারের মতো মেয়র নির্বাচিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ ফজলুর রহমান। বেসরকারীভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে এডভোকেট পার্থ সারথি পাল, ২নং ওয়ার্ডে গত মেয়াদের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৩ নং ওয়ার্ডে গত মেয়াদের কাউন্সিলর নাহিদ হোসেন, ৪নং ওয়ার্ডে সালেহ আহমদ পাপ্পু, ৫নং ওয়ার্ডে গত মেয়াদের কাউন্সিলর ফয়ছল আহমদ, ৬নং ওয়ার্ডে গত মেয়াদের কাউন্সিলর জালাল আহমদ, ৭নং ওয়ার্ডে গত মেয়াদের কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, ৮নং ওয়ার্ডে সৈয়দ সেলিম হক ও ৯নং ওয়ার্ডে গত মেয়াদের কাউন্সিলর মাসুদ আহমদ (বিনা প্রতিদ্বন্ধিতায়) এবং বেসরকারীভাবে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১, ২, ৩নং ওয়ার্ডে নাজমা বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডে জাহানারা বেগম ও ৭, ৮, ৯নং ওয়ার্ডে জিমি আক্তার।
এ নির্বাচনে মেয়র পদে ২ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১০ জন মিলিয়ে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় ছিলেন। মেয়র পদে প্রতিদ্বন্ধি ২ জন ছিলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ফজলুর রহমান (বর্তমান) ও বিএনপি মনোনীত প্রার্থী অলিউর রহমান। কিন্তু, নির্বাচনের আগের দিন ২৯ জানুয়ারী বিএনপি মনোনীত প্রার্থী অলিউর রহমান মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারী দল, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে নির্বাচন থেকে সরে দাড়ালে, মোঃ ফজলুর রহমান হয়ে যান মেয়র পদে একক প্রার্থী। এতেকরে কার্যত সবমিলিয়ে প্রতিদ্বন্ধিতায় থাকেন মোট ৩৯ জন প্রার্থী।
সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধি ১নং ওয়ার্ডে ৫ জন ছিলেন- এডভোকেট পার্থ সারথী পাল, শাশ্বত ব্রহ্ম রনি, মোঃ ওয়াহিদ, শহীদ মিয়া ও পারভেজ আহমদ।
২নং ওয়ার্ডে ২ জন ছিলেন- মোঃ আসাদ হোসেন মক্কু (বর্তমান) ও মোঃ পিন্টু আহমদ। ৩নং ওয়ার্ডে ৩ জন ছিলেন- নাহিদ হোসেন (বর্তমান), মোঃ রাসেল আহমেদ ও মোঃ রুবেল আহমদ। ৪নং ওয়ার্ডে ৪ জন ছিলেন- মনবীর রায় মঞ্জু (বর্তমান), সালেহ আহমদ, সুমেশ দাস জিষু ও মোঃ মতিউর রহমান মতিন। ৫নং ওয়ার্ডে ৪ জন ছিলেন- ফয়ছল আহমদ (বর্তমান), দেলওয়ার হোসেন, মোঃ আবুল কাশেম ও জায়েদ হোসেন।
৬নং ওয়ার্ডে ৩ জন ছিলেন- মোঃ জালাল আহমদ (বর্তমান), শামীম আহমদ ও মোঃ সাহিন মিয়া। ৭নং ওয়ার্ডে ৫ জন ছিলেন- আনিছুজ্জামান বায়েছ (বর্তমান), সহিদুল ইসলাম, সারওয়ার মজুমদার ইমন, মোঃ লাভলু আহমদ ও মোঃ জাকির হোসেন রাজা। ৮নং ওয়ার্ডে ২ জন ছিলেন- সৈয়দ সেলিম হক ও মোঃ সাজ্জাদ আহমেদ। ৯নং ওয়ার্ডে ২ জন মনোনয়নপত্র জমা দিলেও বৈধ্যতা পেয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত হন গত মেয়াদের কাউন্সিলর মাসুদ আহমদ।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে (১, ২, ৩) প্রতিদ্বন্ধি ৫ জন ছিলেন-
এ.এস কাঁকন (আছমা আক্তার), শ্যামলী সুত্রধর, রোববান বেগম, নুরুন্নাহার ও নাজমা বেগম। ২নং ওর্য়াডে (৪, ৫, ৬) প্রতিদ্বন্ধি ২ জন ছিলেন- শ্যামলী দাশ পুরকায়স্থ (বর্তমান) ও জাহানারা বেগম। ১নং ওয়ার্ডে (৭, ৮, ৯) প্রতিদ্বন্ধি ৩ জন ছিলেন- জিমি আক্তার, শিল্পী বেগম ও পারভীন আক্তার। নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬ জন। এর মধ্যে ২২ হাজার ৭৫০ জন পুরুষ ভোটার ও ২০ হাজার ৬৯৬ জন নারী ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *