ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদের মাতা মিসেস খোদেজা খাতুন আর নেই

ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদের মাতা মিসেস খোদেজা খাতুন আর নেই

সুরমার ঢেউ সংবাদ :: চলতি বছরের ২৫ সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের পক্ষে হাইকোর্টে রীট পিটিশন দায়েরকারী মৌলভীবাজার জেলার কৃতি সন্তান ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদের মাতা মিসেস খোদেজা খাতুন আর নেই। তিনি ৫ ডিসেম্বর শনিবার সকালে সিলেট উইমেনস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ওইদিনই বাদ আসর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নস্থিত বরমচাল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম আফতাব উদ্দীনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদসহ ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনী, আত্নীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা মিসেস খোদেজা খাতুনের সন্তান-সন্ততিরা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *