মৌলভীবাজারে অপ্রচলিত এলাকায় গমের নতুন জাত প্রদর্শনীর উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে অপ্রচলিত এলাকায় গমের নতুন জাত প্রদর্শনীর উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা ইনষ্টিটিউট, জয়দেবপুর এর আয়োজনে ও তথ্য প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রতিষ্ঠান মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ৩৬ জন গম চাষীকে নিয়ে দিনব্যাপী অপ্রচলিত এলাকায় গমের নতুন জাত প্রদর্শনীর উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুর বারী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: সামসুদ্দিন আহমদ। প্রশিক্ষণে গম চাষের উপর মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং চাষাবাদের যাবতীয় বিষয়সমূহ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিখিয়ে দেয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে গমের বীজ বিতরণ করা হয়। উল্লেখ্য- মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি চলছে দীর্ঘদিন যাবৎ। জেলায় বিভিন্ন কার্যক্রম, কর্মসূচী বাস্তবায়ন, বিভিন্ন বরাদ্ধ ইত্যাদি সকল প্রকার তথ্য প্রদানে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরই অস্বীকৃতি জ্ঞাপন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *