রনি দে, জুড়ী (মৌলভীবাজার) :: জুড়ী উপজেলায় করোনা’র ২য় ঢেউ মোকাবেলায় মাস্ক সপ্তাহের উদ্বোধন হয়েছে ২৬ নভেম্বর বৃহস্পতিবার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা নির্বাহি অফিসার আল ইমরান রুহুল, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, ওসি (তদন্ত) কালাম আহমেদ, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, এস আই ফরহাদ, এস আই নাসির, এস আই সুমন, এস আই মহসিন, এস আই আক্তার, কনস্টেবল হাসেম, ফরিদ, আওয়ামীলীগের সদস্য জেবলু, কামিনিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল প্রমুখ উপস্থিত ছিলেন৷
এসয় যানবাহনে পুলিশের পক্ষ থেকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় “ঝুঁকি নেয়ার দরকার নাই, মাস্ক ছাড়া গতি নাই” স্টিকার লাগানো হয় এবং যানবাহনে আরোহীসহ পথচাড়ীদের মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সচেতনতামূলক পরামর্শ দেয়া হয় এবং মাস্ক পড়িয়ে দেয়া হয় ও যাদের মাস্ক রয়েছে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। করোনার ২য় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।