রাজনগরে সম্প্রারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

রাজনগরে সম্প্রারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, মৌলভীবাজার এলজিইডি নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহীউদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিলন বখত , ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, ছালেক আহমদ, শামসুর নুর আজাদ, নকুল চন্দ্র দাস প্রমূখ। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে মিম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাক্কলিত মূল্য ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ও চুক্তি মূল্য ৭ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ২৯৫ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজ সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *