নিজস্ব প্রতিবেদন : গোটা দেশের লকডাউন। এই পরিস্থিতি ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র যাতে দেশের বর্ষীয়ান নাগরিকদের কাছে পৌঁছে দেওযা যায়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় মহিলা কমিশন। আর জাতীয় মহিলা কমিশনের এই উদ্যোগের কথা সকলের কাছে পৌঁছে দিতে সামিল হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।
লকডাউনের এই পরিস্থিতিতে দেশের বহু বর্ষীয়ান নাগরিক রয়েছেন, যাঁরা সঠিক সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না। তাঁদের কাছেই সেই প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে জাতীয় মহিলা কমিশন। সেকথা টুইটারে জানিয়ে আয়ুষ্মান লিখেছেন, ”HappytoHelp টাস্ক ফোর্স জাতীয় মহিলা কমিশনের নেওয়া ভীষণই ভালো একটি উদ্যোগ। যেখানে দেশের বর্ষীয়ান নাগরিকদের ওষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে। যাঁদের সাহায্যের প্রয়োজন তাঁরা [email protected] ইমেল করতে পারেন।”