জুড়ীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশ জনতা সমাবেশ অনুষ্ঠিত

জুড়ীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশ জনতা সমাবেশ অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি:  নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি। নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ ” শ্লোগান নিয়ে এবার নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় পুলিশ-জনতা সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সারাদেশের ন্যায় জুড়ীতে সকল বিটে একযোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার( কুলাউড়া) সাদেক কাওছার দস্তগীর। বিট কর্মকর্তা এস আই ফরহাদ আহমদ এর সভাপতিত্বে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জায়ফরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, উপজেলা চত্তর জামে মসজিদের খতিব মাওঃ জহির উদ্দীন, সংরক্ষিত মহিলা সদস্য রোশনা বেগম, শিক্ষার্থী বুশরা আক্তার মীম, পবিত্র কুরআন তেলাওয়াত করেন কাজী আমজাদ হোসেন। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, জুড়ী থানার এস আই হামীম চৌধুরী, জায়ফরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মর্তুজ আলী মর্তুজা, ইউপি মহিলা সদস্য রএশন আরা বুলবুল, আফিয়া বেগম। সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করাই এর মূল উদ্দেশ্য। সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সময় পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর বাজারে বিট কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামীলীগ নেতা আনফর আলী, আতিকুর রহমান, মেম্বার পদপ্রার্থী হারিছ আলী,গৃহিণী কলি বেগম, স্কুল শিক্ষার্থী জলি বেগম। একই সময় সাগরনাল ইউনিয়ন জনমিলন কেন্দ্রে বিট কর্মকর্তা এস আই কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম লিয়াকত, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাখন,সাধারণ সম্পাদক সাঈম আহমদ শাহীন, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খানম সহ ইউপি সদস্য গণ। ফুলতলা ইউনিয়নের বিট অঞ্চলে সমাবেশে ইউপি প্যানেল চেয়ারম্যান ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুব আলম রওশন এর সভাপতিত্বে বিট কর্মকর্তা এস আই মহসিন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, সেলিম উদ্দিন প্রমূখ। পূর্বজুড়ী ইউনিয়নের বিট এলাকার সমাবেশ ইউপি সভাকক্ষে ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এ এস আই সুমন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস আই নাসির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু, শিবাকান্ত গোয়ালা,বাবুল আহমদ,ইয়াকুব আলী,ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার শীল, আওয়ামীলীগ নেতা ভাগ্য সিংহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *