সুরমার ঢেউ সংবাদ :: বড়লেখা উপজেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে। নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন। সম্মেলনে সর্বসম্মতিতে গঠিত ৩১ সদস্যের উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ।
মাকসুদুর রহমান তাজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারীশিক্ষা একাডেমী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, জেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক আবু লেইছ মো. সালেহ, সাংগঠনিক সম্পাদক রতীন্দ্র কুমার দাস। বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা কমিটির সহসভাপতি বিজিত চক্রবর্তী, শরফ উদ্দিন, অভিনাষ মোহন দে, জান্নাত আরা, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, যুগ্ম সম্পাদক রাহেল উদ্দিন, কবির আহমদ, রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ, অর্থ সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক উত্তম কুমার শীল, প্রচার সম্পাদক চয়ন কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক শিবানী রাণী দেবী প্রমুখ।
বক্তারা তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা, বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, ম্যানেজিং কমিটিতে প্রতিনিধিত্ব, পদোন্নতি, কর্মঘন্টা নির্ধারণ, সরকারী প্রতিষ্ঠানের ন্যায় সকল ভাতাদি প্রদানের দাবী তুলে ধরেন।