সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল মিয়ার নাম দিয়ে ভুয়া আইডি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এনে ভাইস চেয়ারম্যান নিজে রাজনগর থানায় একটি সাধারন ডায়রী করেছেন। ভাইস চেয়ারম্যান বলেন এলাকার কিছু কুচক্রী মহলের লোকজন তাঁর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কয়েক দিন ধরে ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁর নামে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ মিথ্যা অপবাদ ফেসবুকে প্রচার করে আসছে। তাছাড়া এই ভুয়া আইডিতে অন্য মানুষদের বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ কথা লেখার কারণে মানুষ তাকে ফোন দিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। অথচ, তিনি এ ফেসবুক আইডির ব্যাপারে কিছুই জানেননা। বিষয়টি রাজনগরের মানুষের মুখে জেনে তিনি ওই ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে ২৩/০৯/২০২০ইং রাজনগর থানায় একটি সাধারন ডায়রী (নং- ১০৯৯) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেসবুক আইডি খুলে তাতে মিথ্যা প্রচার এবং নানারকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করছি, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভুয়া আইডি ব্যবহারকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।