সুরমার ঢেউ সংবাদ :: জাপানের নতুন প্রধানমন্ত্রী ইউশিহাইদে সুগা। জাপানের পার্লামেন্ট ১৬ সেপ্টেম্বর বুধবার ইউশিহাইদে সুগাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। ভোট গণনা শেষে পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার তাদামোরি ওশিমা বলেন, ফলাফল অনুযায়ী আমাদের হাউস ইউশিহাইদে সুগাকে প্রধানমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইউশিহাইদে সুগাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ১৬ সেপ্টেম্বর বুধবার এ তথ্য জানানো হয়েছে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ইউশিহাইদে সুগা বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হলেন। জাপানের পার্লামেন্ট ডায়েটের নিম্নকক্ষে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটে ইউশিহাইদে সুগা ৪৬২ ভোটের মধ্যে ৩১৪ ভোট পেয়ে দেশটির ৯৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
উল্লেখ্য, আগস্টের শেষ দিকে জাপানের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন এবং গত ২৮ অগাস্ট পদত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, তার উত্তরসূরী হিসেবে তারই নীতিসমূহের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবেন ইউশিহাইদে সুগা।