সুরমার ঢেউ সংবাদ :: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় দুই সৎপুত্র একমাত্র সন্তানসহ উচ্ছেদ করে তালা দিয়েছে বিধবা সৎমায়ের বসতঘরে। নেহার বেগম (৪৫) নামীয় ওই বিধবা নারী উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামের মৃতঃ আলতাবুর রহমানের ২য় স্ত্রী। আতিকুর রহমান (৪০) ও সুমন মিয়া (৩০) নামীয় দুই সৎপুত্র ও খালিক মিয়া (৩৫) নামীয় বিধবার এক ভাসুরপুত্র ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আহাররত অবস্থা থেকে চুলের মুঠি ধরে উঠিয়ে এককাপড়ে বিধবাকে একমাত্র সন্তানসহ বের করে দিয়ে বসতঘওে তালা মেরে দেয়। এরপর থেকে ছাদিকুর রহমান (১২) নামীয় একমাত্র সন্তানকে নিয়ে বিধবা নেহার বেগম বর্তমানে একই গ্রামে তার আরেক ভাসুর আমজদ মিয়ার বাড়িতে আশ্রয় নিয়ে ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে ওই ৩ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে প্রকাশ, প্রায় ১২ বছর পূর্বে তার স্বামী আলতাবুর রহমান মারা যান। এরপর থেকে তিনি অন্যের বাড়িতে কাজ করে একমাত্র সন্তানকে নিয়ে চরম অভাব অনটনের মধ্যে জীবনযাপন করছেন। সৎপুত্ররা তাদেরকে দেখাশুনার পরিবর্তে উল্টো বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য অত্যাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার তাদেরকে এককাপড়ে ঘর থেকে বের করে তারা বসতঘরে তালা দিয়েছে। সৎপুত্ররা গ্রামের লোকজনের ডাকে সাড়া না দেয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সৎপুত্র সুমন মিয়া মোবাইল ফোনে বক্তব্য দিতে অপারগতা জানিয়ে আগামী শুক্রবার তার বাড়িতে গিয়ে বক্তব্য শুনতে বলেন। বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বিধবা নেহার বেগমের দায়েরী অভিযোগের সত্যতা স্বীকার করে জানান- তদন্তস্বাপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।