সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবককে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। ৩ নভেম্বর সোমবার ভোর পৌণে ৫টার দিকে শহরের চুবড়া এলাকার রুফু বেগমের ভাড়াকৃত কক্ষ থেকে তাদেরকে আটক করা হয় এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে, আটক জুনেদ আলীর ফুফু রুফু বেগমের ভাড়াকৃত কক্ষ থেকে ৭টি দেশীয় অস্ত্র একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা (নং- ৯(১১)২৫) দায়ের করেছেন। তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- মৃদুল মিয়া (২৪), পিতা- নুর ইসলাম, সাং- বর্ষিজোড়া, মৌলভীবাজার, জুনেদ আলী (২৪), পিতা- শহিদ মিয়া, সাং- রঘুনন্ধনপুর, মৌলভীবাজার, সাকিব মিয়া (২৩), পিতা- রিয়াজ মিয়া, সাং- ফুলতলা, থানা জুড়ী, জেলা- মৌলভীবাজার, হোসাইন মিয়া (২২), পিতা- মৃত সাহেদ মিয়া, সাং- সোনাপুর বড়বাড়ী, মৌলভীবাজার এবং ভুবন মিয়া (২৬), পিতা- হারুন অর রশিদ, সাং- মুসলিম কোয়ার্টার, মৌলভীবাজার। এদের মধ্যে জুনেদ আলী মৌলভীবাজার জেলা এনসিপি’র যুগ্ন সমন্বয়ক এহসান জাকারিয়ার অনুসারী বলে জানা গেছে।

