আল আমিন আহমদ:: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মোহন দু’দিন আগে কাঠালতলীতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
দলীয় দায়িত্ব পালনের কারণে ঘটনাটির সময় ঢাকায় অবস্থান করছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপদেষ্টা মৌলভীবাজার জেলা বিএনপি, এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু। ঢাকায় গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক শেষে ফেরার পথে বিমানবন্দর থেকে সরাসরি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি ফুলতলা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মোহন কে দেখতে যান। সেখানে তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এসময় শরিফুল হক সাজু বলেন, ঢাকা দলীয় কাজে থাকলে নিয়মিত খোঁজ রেখেছি মোহনের, দলীয় দায়িত্ব যতই ব্যস্ততা আনুক, কর্মীর প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কখনও কমে না। মোহন আমাদের সংগঠনের পরিশ্রমী নেতা। আল্লাহর কাছে দোয়া করি তিনি দ্রুত সুস্থতা লাভ করুন এবং আবারও মাঠে ফিরে আসুক, সরাসরি দেখা করে মোহনের সাথে কথা বললাম এবং কর্তব্যরত চিকিৎসক সাথে কথা বলে জানতে পারলাম তিনি এখন মোটামুটি সুস্থ আছেন।
জুড়ী উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন বলেন, শরিফুল হক সাজু’র মানবিক পদক্ষেপ নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। “কর্মীদের সুখে–দুঃখে পাশে থাকার এমন উদাহরণই একজন প্রকৃত নেতার পরিচয়।

 
             
                                         
                                         
                                        