বাংলাদেশের মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী ASIS International এর বোর্ড সদস্য নির্বাচিত

বাংলাদেশের মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী ASIS International এর বোর্ড সদস্য নির্বাচিত

শ. ই. সরকার :: বাংলাদেশের প্রখ্যাত নিরাপত্তা বিশারদ মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী আন্তর্জাতিক নিরাপত্তা পেশাজীবীদের সংগঠন ASIS International–এর প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বোর্ড সদস্য (Board Member, Asia-Pacific Region) নির্বাচিত হয়েছেন। এটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি গৌরবজনক অর্জন।
ASIS International (American Society for Industrial Security) হলো বিশ্বের অন্যতম শীর্ষ নিরাপত্তা পেশাজীবী সংগঠন, যা ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত এবং এটি বিশ্বের ১৫০টিরও বেশি দেশে প্রায় ৩৪ হাজার সদস্য নিয়ে কাজ করছে।সংস্থাটি নিরাপত্তা খাতে পেশাগত মান উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা ও আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের চারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন — CPP (Certified Protection Professional), PSP (Physical Security Professional), PCI (Professional Certified Investigator এবং APP (Associate Protection Professional) বিশ্বজুড়ে নিরাপত্তা পেশাজীবীদের মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ।
বাংলাদেশে ASIS Bangladesh Chapter (চ্যাপ্টার #288) সংস্থার স্থানীয় শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। এ চ্যাপ্টার সরকারি-বেসরকারি নিরাপত্তা কর্মকর্তা, ব্যাংকিং খাত, শিল্প প্রতিষ্ঠান এবং কনসালটেন্সি সংস্থার সঙ্গে কাজ করে আসছে।
মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলার  কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃতী সন্তান । তিনি দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থাপনা, কর্পোরেট সিকিউরিটি এবং পেশাগত প্রশিক্ষণ ক্ষেত্রে কাজ করছেন। তাঁর এ নির্বাচন বাংলাদেশের নিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নেয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *