মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে সারজিস আলমের মতবিনিময় সভা

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে সারজিস আলমের মতবিনিময় সভা

শ. ই. সরকার :: মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এনসিপি’র জেলা ও উপজেলা কমিটিসমূহের সমন্বয় সভার প্রধান অতিথি হিসাবে মৌলভীবাজারে আগত সারজিস আলম সমন্বয় সভার শেষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলের এ মতবিনিময় সভায় সারজিস আলম বলেন- আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না, এদের বিচার করতে হবে। নির্বাচনকালীন সময় নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু, জুলাই সনদের আইনগত ভিত্তি, মৌলিক সংস্কার, গণহত্যায় জড়িতদের বিচার ও গণপরিষদ নির্বাচন না করে, যে সময়েই নির্বাচন হোক না কেন, সেটা জনগনের আকাংখ্যার সাথে প্রতারণা হবে। নির্বাচন কমিশন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না, এটা তাদের ব্যর্থতা। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি, এটা গাফিলতি। এটা সীমাবদ্ধতা, এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়া অর্ন্তর্বতী সরকারের দূর্বলতা প্রকাশ করে। এ দূর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে। অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে। মানুষ চায় এ দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, ১ম যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশসহ সমন্বয় সভায় আগত এনসিপি’র জেলা ও উপজেলা কমিটিসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *