মৌলভীবাজারের সাধুহাটি আঃবাঃউঃ বিদ্যালয়ে সাবেক মেম্বারপুত্রের মারধোরে ১২ শিক্ষার্থী আহত

মৌলভীবাজারের সাধুহাটি আঃবাঃউঃ বিদ্যালয়ে সাবেক মেম্বারপুত্রের মারধোরে ১২ শিক্ষার্থী আহত

মোঃ রিপন মিয়া :: মৌলভীবাজারের সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ঝগড়ার জেরে সাবেক মেম্বারপুত্রের মারধোরে ১২ শিক্ষার্থী আহত হবার এবং এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে। বিলম্বে প্রাপ্ত তথ্যানুযায়ী, মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামস্থিত আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে। এ ঘটনায় আহত ২ শিক্ষার্থীকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি এবং মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে- বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্ধ ও ঝগড়াবিবাদ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে বিদ্যালয়ের সামনের রাস্তায় ঝগড়ার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় পূর্ব সাধুহাটি গ্ৰামের নাগরিক সাবেক মেম্বার মৃতঃ ইছমাইল মিয়ার পুত্র এরশাদ মিয়া কাঠের রোল হাতে বিদ্যালয়ে প্রবেশ করে দশম শ্রেণীর শিক্ষার্থী তামিম আহমেদ ও হানিফ মিয়াসহ ১২ শিক্ষার্থীকে মারধোরে আহত করেন। আহত শিক্ষার্থীর মা হাছনা বেগম মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত শিক্ষার্থী হানিফের চাচা সুমন আহমদ বলেন- পরীক্ষার আগে স্কুলের বন্ধুদের মধ্যে ঝগড়া হয়। পরে তারা পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিয়ে বের হলে ছাত্রের মামা পরিচয় দিয়ে এলোপাতাড়ি ১৫-২০ জন ছাত্রকে মারধর করে। আমার ভাতিজা হানিফ গুরুত্বর আহত হয়। আরেক শিক্ষার্থী সোহাগের ৫টা সেলাই লেগেছে।
এ বিষয়ে সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাশ চন্দ্র দে বলেন, হামলায় কয়েকজন ছাত্র গুরুত্বর আহত হয়েছে। এলাকার মুরব্বিরা বলেছেন বিষয়টি দেখে দিবেন। যিনি মেরেছেন তার ভাগিনা এ স্কুলের শিক্ষার্থী।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুব বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত এ ঘটনার সর্বশেষ আর কোন তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *