মৌলভীবাজারের শেরপুর বাজারে ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মৌলভীবাজারের শেরপুর বাজারে ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: রুহুল আলম রনি :: মৌলভীবাজারের শেরপুর বাজারে ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মৌলভীবাজার সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরের জামান চৌধুরী। শেরপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের পাশে সরকারি জায়গা দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব দখলদারদের হাত থেকে জায়গা উদ্ধার করতে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
এসময় টং ঘর, দোকানপাট, টিনশেড ও আধাপাকা ঘরসহ মোট ৮৫টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। পরে দখলদারদের সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমিতে ভবিষ্যতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরের জামান চৌধুরী জানান, শেরপুর বাজারে সড়ক বিভাগের আওতাধীন ১ একর ২০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কাওছার হামিদ বলেন- নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে নিরাপত্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের স্বার্থেই এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে এখানে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে। প্রশাসনের কঠোর অবস্থান এবং সেনাবাহিনী, শেরপুর ফাঁড়ি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *