মৌলভীবাজার মহিলা কলেজ শিক্ষকদেরকে হয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজার মহিলা কলেজ শিক্ষকদেরকে হয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রুহুল আলম রনি :: মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষকদেরকে হয়রানীর প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কলেজটির শিক্ষার্থীরা। ১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখস্থ সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয়া কলেজের শিক্ষার্থীরা জানায়- সম্প্রতি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের কয়েকজন শিক্ষককে নিয়ে অশালীন মন্তব্য ও হয়রানি করা হয়েছে। এতে শিক্ষক সমাজ যেমন অসম্মানিত হয়েছেন, তেমনি শিক্ষার্থীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলে- শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন করার যেকোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *