নিজস্ব সংবাদ :: রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান দূর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইউকেবিসিসিআই’র প্রেসিডেন্ট, রাজনগর ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ ইউকে, এমবিএম বিজনেস গ্রুপ বিডি এবং সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া এমবিই।
এক শোকবার্তায় ড. এম জি মৌলা মিয়া এমবিই বলেন- মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান দূর্ঘটনায় শিক্ষার্থী শিশুরা, শিক্ষকরা ও অভিভাবকরা নিহত-আহত হবার সংবাদে ব্যক্তিগতভাবে ও সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকা পরিবারের পক্ষ থেকে আমি গভীরভাবে শোকাহত।
হৃদয়বিদারক এ দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। গভীর সমবেদনা জ্ঞাপন করছি তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি। সেইসাথে, যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং দোয়া/আশীর্বাদ করছি তাদের দ্রুত সুস্থ্যতার জন্য। তাদের শোকাহত পরিবারবর্গের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা। মহান আল্লাহ আল্লাহ তাআলা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ শোক সইবার ও ধৈর্যধারণ করার শক্তি দান করেন। আ-মি-ন।

