মৌলভীবাজারে সরকারী আইন কর্মকর্তাদের যোগদান

মৌলভীবাজারে সরকারী আইন কর্মকর্তাদের যোগদান

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে যোগদান করেছেন নতুন নিয়োগপ্রাপ্ত ৪২ জন সরকারী আইন কর্মকর্তা। ২৮ অক্টোবর সোমবার মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে তারা যোগদান করেন। এসময় মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন নতুন নিয়োগপ্রাপ্ত সরকারী আইন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সরকারী আইন কর্মকর্তাবৃন্দসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্য অংশগ্রহন করেন। সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৪২ জন সরকারী আইন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দেশের সকল আদালতে বিগত সরকারের আমলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাকে অপসারন করে নতুন সরকারী আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে এড. আব্দুল মতিন চৌধুরীকে পাবলিক প্রসিকিউটর এবং এড. মামুনুর রশিদকে সরকারী কৌশলী করে মোট ৪২ জনকে নিয়োগ প্রদান করা হয়। সভায় জেলা প্রশাসক সকল আইনজীবীদের মতামত গ্রহন করেন এবং সরকারী মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও রাষ্ট্রের স্বার্থে কাজ করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *