শরীফপুরে এজিএফ’র সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শরীফপুরে এজিএফ’র সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে আমার গৌরব ফাউন্ডেশন (এজিএফ) এর সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার। শরীফপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫১ জন রোগীর মধ্যে গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন ও প্রসবোত্তর বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, পরিবার পরিকল্পনা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। এছাড়াও ৬০ জন কিশোরীকে স্যানিটারী ন্যাপকিনসহ বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা প্রদান, ১০ জন দরিদ্র মা-কে বেবি কিট প্যাকেট এবং ১৯ জন মহিলাকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী প্রদান করা হয়। সেবা প্রদান করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. রিয়াজুল ইসলাম, রিফাতুল ইসলাম, সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নীলকান্ত পাল, মিডওয়াইফ বিথী বর্ধন ও আকলিমা আক্তার রূপা। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আরো অনেকে সহায়তা প্রদান করেন। উক্ত ক্যাম্পে রক্তের গ্রুপ র্নিণয়ে কারিগরি সহযোগিতা করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যান সংস্থা। ক্যাম্পে মোট ৮১ জনের রক্তের গ্রুপ র্নিণয় করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *