ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলার ৫ উপজেলার ১৬ ইউিনয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার ১৬টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে- বড়লেখা উপজেলার ৪টি, জুড়ী উপজেলার ৩টি, কুলাউড়া উপজেলার ৩টি, রাজনগর উপজেলার ২টি ও সদর উপজেলার ৪টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে উল্লিখিত উপজেলাসমূহে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে বড়লেখা জুড়ী ও কুলাউড়া উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ভুক্তভোগী মানুষ আশ্রয় নিচ্ছেন। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম সকল ইউএনও-কে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং, কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও আশ্রয় কেন্দ্রসমূহে প্রয়োজনীয় ঔষধসহ খাবার ও পানির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।