সুরমার ঢেউ সংবাদ :: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপি ভূমি সেবা সপ্তাহ ২০২৪। সপ্তাহটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহ মেলার উদ্বোধন করে ভূমি সেবা স্টল পরিদর্শন করেন মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
আলোচনা সভায় স্বাগতঃ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, উপকারভোগী, রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।