রাজনগরে সন্ত্রাসী হামলায় কাতার প্রবাসীকে গুরুতর আহত করে লাখ টাকা ছিনতাই

রাজনগরে সন্ত্রাসী হামলায় কাতার প্রবাসীকে গুরুতর আহত করে লাখ টাকা ছিনতাই

মোহাম্মদ হায়দার :: রাজনগরে সন্ত্রাসী হামলায় মোঃ জাহিদ আলী নামে একজন কাতার প্রবাসীকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা তার লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে উপজেলার কামারচাক ইউনিয়নস্থিত তারাপাশা গ্রামে গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত প্রবাসীর ছোটভাই ওইদিনই অজ্ঞাত নামা ৩/৪ জনসহ ৫ জনের নামোল্লেখ পূর্বক রাজনগর থানায় একটি মামলা (থানার নং- ১৯, জিআর নং- ৬০, তারিখ- ২৪/০৪/২০২৪ইং) দায়ের করেছেন।
বিলম্বে প্রাপ্ত ঘটনার বিবরণে প্রকাশ- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নস্থিত তারাপাশা গ্রামের মৃতঃ আকবর আলীর পুত্র কাতার প্রবাসী মোঃ জাহিদ আলী গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে, তারাপাশা বাজার থেকে বাড়ীতে যাবার পথে জনৈক বাদশা মিয়ার বাড়ীর সামনের পাকা রাস্তায় পৌছলে, অজ্ঞাতনামা ৩/৪ জনসহ একই গ্রামের মৃতঃ হাজী সাজিদ উদ্দিন মুন্সির পুত্র মুজাহিদ উদ্দিন ওরফে আশাইদ মিয়া এবং তার দুই পুত্র খালেদ মিয়া ও জাবের মিয়া, মৃতঃ তোফাজ্জল হোসেন জলফুকারের পুত্র গৌছ মিয়া ও কমলগঞ্জ উপজেলার পতনঊষার গ্রামের আইনজু মিয়ার পুত্র আরব আলী সংঘবদ্ধভাবে দা, লোহার রড, লাঠিসোঠা ইত্যাদিযোগে সন্ত্রাসী হামলা চালিয়ে মোঃ জাহিদ আলীকে গুরুতর রক্তাক্ত আহত করে। গুরুতর রক্তাক্ত আহত হয়ে মোঃ জাহিদ আলী ধরাশায়ি হয়ে পড়লে তার প্যান্টের পকেটে থাকা নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় ২নং আসামী জাবের মিয়া। একপর্যায়ে মোঃ জাহিদ আলীর আর্তচিৎকারে তার স্ত্রী জুতি বেগম, আরক আলীর পুত্র রাজু মিয়া, ইরা মিয়ার পুত্র দুলাল মিয়া, কামারচাক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, একই ইউপি মেম্বার সুহেল মিয়াসহ বিভিন্ন লোকজন এগিয়ে এসে বাঁধা দিলে আসামীরা মোঃ জাহিদ আলীদেরকে প্রাণে হত্যার হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর গুরুতর রক্তাক্ত আহত মোঃ জাহিদ আলীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত প্রবাসী মোঃ জাহিদ আলী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং সন্ত্রাসী আসামীরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *