শ. ই. সরকার জবলু :: পবিত্র ওমরাহ হজ্ব পালণ করতে ড. এম জি মৌলা মিয়া এমবিই স্বপরিবারে ব্রিটেন থেকে সৌদিআরবে গেছেন ১৬ এপ্রিল মঙ্গলবার। অতিসম্প্রতি ব্রিটেনের এমবিই খেতাবে ভূষিত ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটেন-বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, ব্রিটেনের ইউকে-বিসিসিআই প্রেসিডেন্ট, বাংলাদেশের মৌলভীবাজার জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া এমবিই তার মমতাময়ী মা ময়মুনা খাতুন, স্ত্রী ফারহানা বেগম চৌধুরী, দুই কন্যা ব্যারিস্টার সালিহা সুলতানা ও ফ্যাশন ডিজাইনার ফাবিহা সুলতানা এবং দুই পুত্র ট্রেইনী চার্টার্ড একাউন্ট্যান্ট তৌসিফুর রহমান ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মুস্তাফিজুর রহমানসহ পবিত্র ওমরাহ হজ্ব পালণ করবেন। ব্যবসায়ীক এবং সাংগঠনিক ব্যস্ততা ও সময়স্বল্পতার কারণে তিনি সহকর্মী, দেশ-বিদেশের আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী সবাইকে জানিয়ে ও সবার দোয়া নিয়ে যেতে পারেননি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমাপ্রার্থী। হোয়াটসঅ্যাপ কলে সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে মৌখিকভাবে দেয়া এক বার্তায় তিনি বলেছেন- ব্যবসায়ীক এবং সাংগঠনিক ব্যস্ততা ও সময়স্বল্পতার কারণে আমি সহকর্মী, দেশ-বিদেশের আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী সবাইকে জানিয়ে ও সবার দোয়া নিয়ে যেতে পারিনি। এজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ, করে ক্ষমা প্রার্থনা ও দোয়া প্রার্থনা করছি। আমার জানা-অজানা কোন কর্মে বা আচার-আচরণে কেহ কখনও কোন দুঃখ পেয়ে থাকলে সেজন্যও আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। দয়াকরে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন এবং খাস দিলে আমার জন্য দোয়া করবেন। আমিও আমার দোয়ায় সবাইকে শরিক রাখবো ইনশাআল্লাহ। পরিশেষে মহান আল্লাহর কাছে সবার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ভালো কামনা করছি।