শ. ই. সরকার জবলু :: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন- মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার। মৌলভীবাজারে ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ে সুধিজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং জেলার সুধিজনদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন (জামাক) চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক গাজী সালাউদ্দিন, পরিচালক কাজী আরফান আশিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সারোয়ার আলম, কমিশনের প্যানেল আইনজীবী এডভোকেট বিধান ভট্টাচার্য, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমূখ। মতবিনিময় সভায় বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. কামাল উদ্দিন আহমেদ আরও বলেন- মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে, এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে আমাদের নিজেদের অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। মানবাধিকার লঙ্ঘন হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এরপর এদিনই সন্ধায় তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাস্থিত ঝিমাই পুঞ্জি পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে আন্তঃপুঞ্জি উন্নয়ণ সংগঠন (কুবরাজ) সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে ও আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অলিক মৃ’র পরিচালনায় পুঞ্জিতে এক অনুষ্ঠানের আয়োজন করে পুঞ্জির বাসিন্দা খাসিয়ারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির, কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান মামুন, সহকারী কমিশনার মেহেদি হাসান, ওসি (তদন্ত) কশন্য, রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ফাদার জোসেফ গোমেজ ওএমআই, আন্তঃপুঞ্জি উন্নয়ণ সংগঠন (কুবরাজ) সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, ঝিমাই পুঞ্জির হেডম্যান রানা সুরং ও চা-বাগান ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ফুল ও তাদের ঐতিহ্যবাহী সুপারীমালা দিয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ উপস্থিত সকল অতিথিকে বরণ করা হয়। এরপর স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগতঃ জানায়। পুঞ্জির বাসিন্দা খাসিয়ারা কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের কাছে তাদের বসবাস ও তাদের বৃক্ষনিধনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে মানবাধিকার কমিশনের সহায়তা কামনা করেন। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ খাসিয়াদের কথা মনযোগ দিয়ে শোনেন এবং তা স্থায়ীভাবে সমাধানের উপর গুরুত্বারোপ করেন।