ছালেহ আহমদ সেলিম, বিশেষ প্রতিনিধি :: যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দৈনিক যুগান্তর এর ২৪তম বর্ষপূর্তি পালিত হয়েছে ১৪ ফেব্রুয়ারী বুধবার। মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর পরিচালানায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র মোঃ ফজলুর রহমান, সাপ্তাহিক মুক্তকথা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক নাট্যকার আব্দুল মতিন, মৌলভীবাজার ম্যাটস এর পরিচালক সালাউদ্দিন, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা এমদাদুর রহমান রেনু, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, ডাঃ সাদিক আহমদ, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মোঃ বেলায়েত হোসেন, জেলা জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, বাংলাভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক খবরপত্র ষ্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক সুরমার ঢেউ এর ভারপ্রাপ্ত সম্পাকক শ. ই. সরকার জবলু, সাপ্তাহিক মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ মহসিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দীন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি আব্দুর রব, ইন্ডিপেন্ডেন টেলিভিশনের জেলা প্রতিনিধি তুহিনুর রশিদ, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এম এ ওয়াদুদ, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, সাংবাদিক রাজন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।